২৪ ঘণ্টার মধ্যেই মা ও সদ্যোজাতের মৃত্যু, রণক্ষেত্র বহরমপুর মাতৃসদন
সোমবার সদ্যোজাত সন্তানের মৃত্যু। চব্বিশ ঘণ্টার মধ্যে আজ মৃত্যু মায়ের। উঠল ভুল চিকিত্সার অভিযোগ। রণক্ষেত্র বহরমপুর মাতৃসদন। হাসপাতালে ভাঙচুরের চেষ্টা করেন মৃতার পরিবারের লোকজন। পুলিসের সামনেও চলে বিক্ষোভ।
ওয়েব ডেস্ক: সোমবার সদ্যোজাত সন্তানের মৃত্যু। চব্বিশ ঘণ্টার মধ্যে আজ মৃত্যু মায়ের। উঠল ভুল চিকিত্সার অভিযোগ। রণক্ষেত্র বহরমপুর মাতৃসদন। হাসপাতালে ভাঙচুরের চেষ্টা করেন মৃতার পরিবারের লোকজন। পুলিসের সামনেও চলে বিক্ষোভ।
প্রসূতির মৃত্যু ঘিরে রণক্ষেত্র বহরমপুর মাতৃসদন। শনিবার সন্তানের জন্ম দেন সীমা মণ্ডল। যদিও এরপর থেকে একবারের জন্যেও সন্তানকে তার কাছে দেওয়া হয়নি। এমনকি সীমার পরিবারের অভিযোগ, তাঁদেরও দেখতে দেওয়া হয়নি শিশুটিকে। সোমবার জানানো হয়, মৃত্যু হয়েছে শিশুর। মঙ্গলবার ভোরে মারা যান ওই প্রসূতিও। উত্তেজিত পরিবারের অভিযোগ, নার্সের ভুল ইঞ্জেকশনেই এই মৃত্যু।
বহরমপুর মাতৃসদনে প্রসূতির মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা। নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে মৃতার পরিবার।গত কয়েকদিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই প্রসূতি। শনিবার সন্তানের জন্ম দেন। আজ ভোরে মৃত্যু হয় ওই প্রসূতির। এরপরই উত্তেজিত হয়ে যায় তাঁর পরিবার। তাঁদের অভিযোগ ভুল ইনজেকশন নেওয়াতেই মৃত্যু হয়েছে তারা। এরপরই হাসপাতালে ভাঙচুরের চেষ্টা করেন তারা। পুলিস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভ দেখান মৃতার পরিবার। তাঁদের দাবি যতক্ষণ না বাচ্চাটিকে তাদের হাতে তুলে দওয়া হচ্ছে ততক্ষণ মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাবেন তাঁরা।