গোর্খাল্যান্ড নয় অন্য কিছু চাইবে মোর্চা: বিমল গুরুং
গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ না নিলে এর পর গোর্খাল্যান্ড নয় অন্য কিছু চাইবে মোর্চা। তবে কি হবে মোর্চার পরবর্তী দাবি? তা অবশ্য স্পষ্ট করেননি বিমল গুরং।
গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্র ইতিবাচক পদক্ষেপ না নিলে এর পর গোর্খাল্যান্ড নয় অন্য কিছু চাইবে মোর্চা। তবে কি হবে মোর্চার পরবর্তী দাবি? তা অবশ্য স্পষ্ট করেননি বিমল গুরং।
পাহাড়ে আন্দোলন আরও তীব্র করার পথে এগোল গোর্খা জনমুক্তি মোর্চা। সেই লক্ষ্যেই আজ সড়কে জনতা কর্মসূচিতে যোগ দিয়েছে মোর্চার ছাত্র সংগঠন বিদ্যার্থী মোর্চার সদস্য-সমর্থকেরা। সকাল থেকে শুরু হয়েছে গোর্খাল্যান্ডের দাবিতে ছাত্রছাত্রীদের মিছিল। আন্দোলনে ছাত্রছাত্রীদের সামিল করা নিয়ে মোর্চার সঙ্গে সিপিআরএমের সঙ্গে মতান্তর রয়েছে। যদিও, আপাতত তাদের সিদ্ধান্ত থেকে পিছু হঠার প্রশ্নই নেই বলে মোর্চা জানিয়ে দিয়েছে। গত কয়েকদিনের মতো আজও মোর্চার কর্মসূচির জেরে অচল রয়েছে পাহাড়।
পাহাড়ে মোর্চার কর্মসূচির মাঝেই আজ সকালে চিত্রের কাছে একটি গাড়ি থামিয়ে আগুন ধরিয়ে দেয় একদল যুবক। গাড়িটি কালিম্পংয়ের পেডং থেকে শিলিগুড়ি যাচ্ছিল। হামলাকারীদের কাপড়ে মুখ বাধা ছিল। ফলে তাদের পরিচয় জানা যায়নি। ওই ঘটনায় চারজন মোর্চা সমর্থককে গ্রেফতার করেছে পুলিস।