দিল্লিতে দরবার মোর্চার

জিটিএ-র প্রশাসনিক ক্ষমতা হাতে নেওয়ার পর এই প্রথম দিল্লি গেল মোর্চা। ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ দিল্লি রওনা হন মোর্চা সভাপতি বিমল গুরুং। 

Updated By: Aug 22, 2012, 10:38 PM IST

জিটিএ-র প্রশাসনিক ক্ষমতা হাতে নেওয়ার পর এই প্রথম দিল্লি গেল মোর্চা। ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ দিল্লি রওনা হন মোর্চা সভাপতি বিমল গুরুং। 
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন মোর্চা প্রতিনিধি দল। পাহাড়ে উন্নয়নের জন্য কেন্দ্রের কাছে আর্থিক অনুদান চাইবেন বিমল গুরুংরা। দেখা করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। দিল্লি যাওয়ার আগে কলকাতায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন মোর্চা সভাপতি বিমল গুরুং ও রোশন গিরিরা। পাহাড়ে এই মুহুর্তে কি কি সমস্যা তা রাজ্যপালকে জানান মোর্চা নেতারা।

.