উত্তপ্ত পাহাড়, বনধের আগেই পুড়ল পুলিস ক্যাম্প

শুক্রবার দিল্লিতে বসতে চলেছে বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক। বৈঠকেশ্রীনিবাসনের যোগদানকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুই গোষ্ঠীর লড়াই চরমে পৌঁছে গেছে। বৃহস্পতিবার রাতেই দুই শিবির ছক ঠিক করতে আলাদা আলাদা জায়গায় গোপন বৈঠকে করেছে।

Updated By: Aug 2, 2013, 12:11 PM IST

গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার ডাকে আগামিকাল থেকে পাহাড়ে শুরু হচ্ছে অনির্দিষ্টকালের বনধ। তার আগে আজও অশান্ত পাহাড়। সকাল থেকেই বেশ কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর মিলেছে। তাকদা বনবাংলোয় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পোখরিয়াবং পুলিস ক্যাম্পেও মোর্চা সমর্থকরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
মংপুতেও বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাল থেকে অনির্দিষ্টকালের বনধ শুরুর আগেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে বাজারগুলিতে ভিড় চোখে পড়েছে। এটিএমগুলির সামনেও দেখা গেছে লম্বা লাইন। পাহাড় ইস্যুতে প্রশাসন ও মোর্চা দুপক্ষেরই অনড় মনোভাবের কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এদিকে গোর্খাল্যান্ড ইস্যুতে কেন্দ্রের সঙ্গে আলোচনার জন্য আজই দিল্লি যাচ্ছে মোর্চার পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

.