বীরভূমের কসবায় চলল তৃণমূলের মাস্কেট বাহিনীর `বীরত্ব`

ভোটের আগে দিনেদুপুরে বন্দুকধারীদের টহল। তবে কেন্দ্রীয় জওয়ানদের রুট মার্চ নয়, এ টহল মাস্কেট বাহিনীর। বীরভূমের কসবা পাড়ুইয়ে ধরা পড়েছে এই ছবি। তৃণমূলেরই দুই গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াই কে ঘিরেই গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কসবা গ্রাম।

Updated By: Jul 21, 2013, 01:17 PM IST

ভোটের আগে দিনেদুপুরে বন্দুকধারীদের টহল। তবে কেন্দ্রীয় জওয়ানদের রুট মার্চ নয়, এ টহল মাস্কেট বাহিনীর। বীরভূমের কসবা পাড়ুইয়ে ধরা পড়েছে এই ছবি। তৃণমূলেরই দুই গোষ্ঠীর ক্ষমতা দখলের লড়াই কে ঘিরেই গত কয়েকদিন ধরেই উত্তপ্ত কসবা গ্রাম।
এলাকায় ক্ষমতা দখলের জন্যই তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই চলছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তৃণমূলের অন্দরের খবর জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে বিক্ষুদ্ধ তৃণমূল নেতা নিমাই দাসের গোষ্ঠীকোন্দলের জেরে সন্ত্রস্ত কসবা গ্রাম।

.