একসময়ের মাওবাদী এখন জীবনের মূল স্রোতে

Updated By: Sep 10, 2014, 09:34 AM IST
একসময়ের মাওবাদী এখন জীবনের মূল স্রোতে

ঝাড়গ্রাম: একসময় ওরা ছিলেন জঙ্গলমহলের ত্রাস। পুলিসের লাল খাতায় কেউ পরিচিত ছিলেন দামু নামে। কেউ সুমিত্রা। মাওবাদীদের এরকমই দশ সক্রিয় আত্মসমর্পণকারী নেতানেত্রী হতে চলেছেন সাধারণ মানুষের বিশেষ রক্ষক। বাঁকুড়া পুলিস লাইনে চলছে বিশেষ প্রশিক্ষণ।

মাওবাদী নেতা কিষেণজির একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য ছিলেন সুচিত্রা মাহাতো। তাঁর নেতৃত্বেই শিলদা EFR ক্যাম্পে হামলা সহ একাধিক নাশকতা ঘটায় মাওবাদীরা। কিষেণজির মৃত্যুর পর মহাকরণে গিয়ে আত্মসমর্পণ করেন সুচিত্রা মাহাতো। দুহাজার বারোর বাইশে ডিসেম্বর বাঁকুড়া পুলিস লাইনে আত্মসমর্পণ করেন একসময়ের জঙ্গলমহলের ত্রাস দামু ওরফে শুকদেব সিং সর্দার। এছাড়াও বিভিন্ন সময়ে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে আত্মসমর্পণ করেছেন মাওবাদী স্কোয়াডের বহু নেতা। আত্মসমর্পণের পর এরকমই দশজন মাওবাদী নেতানেত্রীকে ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছিল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী গত সপ্তাহে তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে বিশেষ হোমগার্ড হিসেবে নিয়োগপত্রফ আর সোমবার থেকে বাঁকুড়া পুলিস লাইনে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ। বিয়েল্লিশ দিনে প্রশিক্ষণ শেষে এরাই মোতায়েন হবেন বিভিন্ন এলাকায়। সাধারণ মানুষকে নিরাপত্তা দেবেন ওরা।

 

.