আইআরবি জওয়ানদের "বিদ্রোহ`কে মাওবাদী সমর্থন

জঙ্গলমহলে যখন পুরোদমে অভিযান চালানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য, তখন পাল্টা চাল দিল মাওবাদীরা। পুলিসের নিচুতলার কর্মীদের মনোবলে চিড় ধরানোর জন্য বিবৃতি জারি করল তারা

Updated By: Oct 18, 2011, 10:52 AM IST

জঙ্গলমহলে যখন পুরোদমে অভিযান চালানোর প্রস্তুতি শুরু করেছে রাজ্য, তখন পাল্টা চাল দিল মাওবাদীরা। পুলিসের নিচুতলার কর্মীদের মনোবলে চিড় ধরানোর জন্য বিবৃতি জারি করল তারা। মাওবাদী নেতা আকাশ ওই বিবৃতিতে সরাসরি সমর্থন জানিয়েছেন আইআরবি-র জওয়ানদের।
বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে আইআরবির জওয়ানরা শাস্তির মুখে পড়ছেন, তাতে স্পষ্ট, সরকার চলছে আইপিএসদের কথাতেই। বিবৃতিতে আকাশ জানিয়েছেন, নিহত পুলিস কর্মীদের পরিবার ক্ষতিপূরণও ঠিকমতো পাচ্ছেন না। আকাশের অভিযোগ, অপারেশন গ্রিনহান্টের নামে পুলিসকে সাধারণ মানুষের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে।
ফলে জওয়ানদের বড় একটা অংশ মানসিক অবসাদে ভুগছে বলে বিবৃতিতে বলা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে শিলদার আইআরবি ক্যাম্পে জওয়ানরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরপর কদিন চলে সেই বিক্ষোভ। রাজ্য সরকার ইতিমধ্যে ওই ঘটনায় সাতজন জওয়ানকে সাসপেন্ড করেছে।

.