বন্ধের মধ্যেই ঝাড়গ্রামে ধৃত জনসাধারণের কমিটির নেতা
ঝাড়গ্রাম থেকে জনসাধারণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল পুলিস। জয়দেব মাহাত নামে ওই মাওবাদীদের 'কাছের লোক' হিসেবে পরিচিত ওই নেতার বিরুদ্ধে একাধিক খুন ও নাশকতার মামলা রয়েছে।
ঝাড়গ্রাম থেকে জনসাধারণের কমিটির এক নেতাকে গ্রেফতার করল পুলিস। জয়দেব মাহাত নামে ওই মাওবাদীদের 'কাছের লোক' হিসেবে পরিচিত ওই নেতার বিরুদ্ধে একাধিক খুন ও নাশকতার মামলা রয়েছে। জনসাধারণের কমিটির মুখপাত্র জয়দেব মাহাত ছাড়াও মাওবাদী ঘনিষ্ঠ সন্দেহে অপূর্ব মাহাত এবং শান্তনু মাহাত নামে আরও দুজন কমিটি-সদস্যকে গ্রেফতার করেছে পুলিস।
অন্য দিকে মাওবাদীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকটি ছাত্র ও গণসংগঠনের ডাকে আজ চব্বিশ ঘণ্টার ঝাড়গ্রাম বনধ চলছে। সকাল থেকে প্রায় কোনও যানবাহন চলছে না। বন্ধ দোকানবাজার। বনধকে ঘিরে ঝাড়গ্রামে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে গতকাল ১২ জন ছাত্রছাত্রীকে আটক করে পুলিস। পরে সবাইকে ছেড়ে দেওয়া হলেও, পুলিস হেফাজতে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে ঝাড়গ্রাম স্টুডেন্টস ফেডারেশন-সহ কয়েকটি সংগঠনের তরফে আজ বনধের ডাক দেওয়া হয়।