বিদ্যুত্ক্ষেত্রেও পিপিপি মডেল চান মণীশ গুপ্ত
রাজ্যকে আর্থিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে গেলে পিপিপি মডেল ছাড়া গতি নেই। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির পুনরুজ্জীবনের সম্ভাবনা আশঙ্কায় রেখেই স্পষ্ট জানিয়ে দিলেন পরিকল্পনা ও বিদ্যুত্মন্ত্রী মণীশ গুপ্ত।
রাজ্যকে আর্থিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে গেলে পিপিপি মডেল ছাড়া গতি নেই। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির পুনরুজ্জীবনের সম্ভাবনা আশঙ্কায় রেখেই স্পষ্ট জানিয়ে দিলেন পরিকল্পনা ও বিদ্যুত্মন্ত্রী মণীশ গুপ্ত।
জনসংযোগ সম্পর্কিত সংস্থা পিআরএসআই-এর এক অনুষ্ঠানে বুধবার মণীশবাবু জানান, পিপিপি মডেলে লাভ তিনটি। প্রথমত, এর ফলে নির্দিষ্ট সংস্থাটি আর্থিকভাবে লাভের মুখ দেখে। দ্বিতীয়ত, সামাজিক দায়বদ্ধতা মেনে কাজ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট সংস্থা। তৃতীয়ত, সংস্থার সাফল্যে রাজ্যের শিল্পায়ন ভাবমূর্তি উজ্জ্বল হয়। বিদ্যুত সংস্থাগুলি সম্প্রতি যেভাবে লোকসানে চলছে, তাতে বিদ্যুত্ মাশুল বৃদ্ধির আশঙ্কা বা বিদ্যুত্ ক্ষেত্রগুলির বিলগ্নীকরণ নিয়ে সরাসরি মন্তব্য করেননি মন্ত্রী। তবে পিপিপি মডেলের হয়ে জোরদার সওয়াল করে তিনি সেই সম্ভাবনা উস্কে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।