আবারও আক্রান্ত প্রতিবাদী, রতুয়ায় মদ্যপ যুবকদের ভোজালির কোপ প্রতিবাদীকে

Updated By: Aug 17, 2015, 08:46 PM IST

ফের প্রতিবাদী আক্রান্ত।  মদ্যপ যুবকদের অভব্যতার প্রতিবাদ করায় আক্রান্ত হতে হল মহিলাদের। উত্তর ২৪ পরগনার বারাসতের ক্ষুদিরামপল্লির ঘটনা। মালদার রতুয়ায় প্রতিবাদীকে  মারধরের প্রতিবাদ করায় যুবককে ভোজালির কোপ মারল মদ্যপেরা।   

বারাসতের ক্ষুদিরামপল্লিতে রবিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন  কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় অভব্য আচরণ শুরু করে। উত্যক্ত করা হচ্ছিল মহিলাদের। প্রতিবাদ করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাক্কা মেরে দুই মহিলাকে ফেলে দেওয়া হয় । আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিস পৌছে দুই যুবককে গ্রেফতার করে। মালদার রতুয়ায় মদ্যপ যুবকদের অভব্যতার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সোনা মণ্ডল। প্রথমে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে মদ্যপ যুবকেরা। সেই সময় হামলার  প্রতিবাদ করেন পেশায় শ্রমিক বেলু মণ্ডল। মদ্যপরা চড়াও হয় তাঁর ওপরেও। বেদম মারধর করার পর ভোজালি দিয়ে বেলুর গলায় ও তলপেটে ভোজালির কোপ মারে তারা।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পাক়ডাও করেছে রতুয়া থানার পুলিস।

 

.