পাহাড়ে পুরভোট, মোর্চাকে কোণঠাসা করতে পাহাড়ে নয়া কৌশল তৃণমূলের, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দার্জিলিংয়ে এসে একতার বার্তা দিলেন রাষ্ট্রপতি। মমতাকে ছোট বোন সম্বোধন করে পাহাড়ের অখণ্ডতা রক্ষায় তাঁর কাজের ভূয়সী প্রশংসা করলেন প্রণব মুখোপাধ্যায়। পাহাড়ের সাতটি উন্নয়ন বোর্ডের প্রাসঙ্গিকতা তুলে ধরে গোর্খা জনমুক্তি মোর্চার ওপর চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Jul 12, 2016, 09:21 PM IST
পাহাড়ে পুরভোট, মোর্চাকে কোণঠাসা করতে পাহাড়ে নয়া কৌশল তৃণমূলের, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি

ওয়েব ডেস্ক: মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দার্জিলিংয়ে এসে একতার বার্তা দিলেন রাষ্ট্রপতি। মমতাকে ছোট বোন সম্বোধন করে পাহাড়ের অখণ্ডতা রক্ষায় তাঁর কাজের ভূয়সী প্রশংসা করলেন প্রণব মুখোপাধ্যায়। পাহাড়ের সাতটি উন্নয়ন বোর্ডের প্রাসঙ্গিকতা তুলে ধরে গোর্খা জনমুক্তি মোর্চার ওপর চাপ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। মোর্চাকে কোণঠাসা করতে পাহাড়ে নয়া কৌশল তৃণমূল কংগ্রেসের। গুরুং বিরোধী দলগুলিকে একজোট করার স্ট্রাটেজি শাসক দলের। আজ পাহাড়ে সাড়াও মিলল। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে GNLF সমর্থকদের ঢল নামল রাস্তায়। উঠল গুরুং বিরোধী স্লোগানও। বিধানসভা ভোটে পাহাড়ে ভালো ফল করেছে তৃণমূল। পাঁচটি আসনে গোর্খা জনমুক্তি মোর্চাকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছে ঘাসফুল শিবির। প্রাপ্ত ভোটের শতকরা হারের হিসাব বলছে পাহাড়ে মোর্চা বিরোধী শক্তিগুলিকে একজোট করতে পারলে কোণঠাসা করা যাবে গুরুংদের। পাহাড়ে এবার সেই স্ট্রাটেজিই প্রয়োগ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। বিরোধী গোর্খা লিখ, GNLF-কে এক ছাতার তলার এনে মোর্চাকে কড়া প্রতিদ্বন্দ্বীতার মুখে ফেলতে চাইছে ঘাসফুল শিবির। 

পাহাড় সফরের প্রথমদিন থেকেই কাজ শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কবি ভানু সিংহের জন্মদিনের অনুষ্ঠান। থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। সেই উপলক্ষ্যেই পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলকে  সঙ্গে নিয়ে পাহাড়ে মোর্চাকে কোণঠাসা করতে চাইছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রীর সফরকে তাই পাখির চোখ করেছে গোর্খা লিগ GNLF-ও। সোমবার দীর্ঘদিন পর তাই  পাহাড়ে চোখে পড়ল  gnlf-র পতাকা। আগাগোড়া মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন ঘিসিং সমর্থকরা। 

নিজস্ব স্টাইলে জনতা ভিড়ে মিশে গেলেন মুখ্যমন্ত্রীও। কার্শিয়াং হোক  বা দার্জিলিং স্টেশন কনভয় ছেড়ে মিশে গেলেন ভিড়ে। সংবর্ধনায় অভিভূত মুখ্যমন্ত্রীও। নভেম্বরে পাহাড়ে পুরভোট। তার আগে পায়ের তলার মাটি শক্ত করতে চায় তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই গুরুং  বিরোধী শক্তিকে এক ছাতার তলার আনাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য। আর সেদিক থেকে মুখ্যমন্ত্রীর এবার পাহাড় সফর অত্যন্ত তাত্পর্যপূর্ণ।

.