অধীর চৌধুরির খাস তালুকে পরিবর্তনের ডাক দিলেন মমতা, প্রতি ইঞ্চিতে লড়াইয়ের দাবি মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে এবার লড়াই হবে ফাটাফাটি। লড়াই হবে প্রতি ইঞ্চিতে। অধীর চৌধুরীর খাসতালুকে দাঁড়িয়ে এভাবেই যুদ্ধঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে লালবাগের কর্মিসভায় সংখ্যালঘুদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী। তুলেছেন কংগ্রেস-বিজেপি-সিপিআইএম বোঝাপড়ার অভিযোগ। অধীর চৌধুরীর মুর্শিদাবাদে ঘাসফুল ফোটানো চ্যালেঞ্জ। লালগোলার কর্মিসভায় তাই শুরু থেকেই মুখ্যমন্ত্রীর নিশানায়, প্রদেশ কংগ্রেস সভাপতি ।
মুর্শিদাবাদে এবার লড়াই হবে ফাটাফাটি। লড়াই হবে প্রতি ইঞ্চিতে। অধীর চৌধুরীর খাসতালুকে দাঁড়িয়ে এভাবেই যুদ্ধঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে লালবাগের কর্মিসভায় সংখ্যালঘুদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী। তুলেছেন কংগ্রেস-বিজেপি-সিপিআইএম বোঝাপড়ার অভিযোগ। অধীর চৌধুরীর মুর্শিদাবাদে ঘাসফুল ফোটানো চ্যালেঞ্জ। লালগোলার কর্মিসভায় তাই শুরু থেকেই মুখ্যমন্ত্রীর নিশানায়, প্রদেশ কংগ্রেস সভাপতি ।
ইদানিং সমস্ত নির্বাচনী সভাতেই নিয়ম করে কংগ্রেস-বিজেপি ও বামেদের গোপন বোঝাপড়ার অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। লালগোলাও ব্যতিক্রম হল না।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে সময় বরাদ্দ ছিল বিজেপির জন্যও।
মুর্শিদাবাদের জনসংখ্যার ৬৫% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত সংখ্যালঘু ভোটের সমীকরণ মাথায় রেখেই লালগোলার জনসভায় বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বোঝানোর যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে, আড়াইবছরে তাঁর সরকার সংখ্যালঘু উন্নয়নে কী কী পদক্ষেপ নিয়েছে তার ঢালাও খতিয়ান দিতেও ভোলেননি। মুখ্যমন্ত্রীর দাবি, সাচার কমিটির সুপারিশের থেকেও তাঁরা সংখ্যালঘুদের জন্য বেশি কাজ করেছেন ।
মুর্শিদাবাদের তিনটি আসন ছিনিয়ে আনতে তৃণমূলের তরফে যে চেষ্টার কসুর হবে না, তা স্পষ্ট করেই কর্মিসভা ছাড়লেন মুখ্যমন্ত্রী।