তৃণমূল করার অপরাধে গোটা পরিবারই ভিটেমাটি ছাড়া, দখল চাষের জমিও
পুলিসের সাহায্যে তিন মাস পরে সপরিবারে বাড়ি ফিরেও নিস্তার পেলেন না মালদার বামনগোলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা সুকুমার দাস। তৃণমূল করার অপরাধে ফের তাঁদের ওপর চলে হামলা। লাঠির ঘায়ে মাথায় গুরুতর চোট পেয়ে আপাতত হাসপাতালে গৃহকর্তা। অভিযোগ, স্থানীয় সিপিএম কর্মীদের নির্দেশে আবারও ঘরছাড়া দাস পরিবার।
ব্যুরো: পুলিসের সাহায্যে তিন মাস পরে সপরিবারে বাড়ি ফিরেও নিস্তার পেলেন না মালদার বামনগোলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা সুকুমার দাস। তৃণমূল করার অপরাধে ফের তাঁদের ওপর চলে হামলা। লাঠির ঘায়ে মাথায় গুরুতর চোট পেয়ে আপাতত হাসপাতালে গৃহকর্তা। অভিযোগ, স্থানীয় সিপিএম কর্মীদের নির্দেশে আবারও ঘরছাড়া দাস পরিবার।
রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকলেও মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রটি কিন্তু বামেদের দখলে। বামনগোলার চণ্ডীপুর গ্রামপঞ্চায়েতও তাদেরই। আর সেই গ্রামেই তৃণমূল করার জন্য নাস্তানুবাদ হতে হচ্ছে শিকার সুকুমার দাসকে। তাঁর অভিযোগ, বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার করায় নির্বাচনের পরই স্থানীয় সিপিএম নেতারা সপরিবারে তাঁকে ভিটেমাটি ছাড়া করেছে। দখল হয়ে গিয়েছে চাষের জমি। পুলিসের সহযোগিতায় সোমবার গ্রামে ফেরে দাস পরিবার। অথচ তারপরেও তাঁদের ওপর হামলা চলছে বলে অভিযোগ।
গোটা ঘটনা তৃণমূল জেলা নেতৃত্বকে জানিয়েছেন সুকুমার দাস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। হামলায় জড়িতরা পলাতক। তাঁদের খোজে তল্লাসি চলছে। যদিও ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় সিপিএম নেতারা।