৩৬৫ দিনই মদ, বিহারে 'না', বাংলায় 'হ্যাঁ'

৩৬৫ দিনই মদ চলবে। 'মদ না'-নীতি বিহার মানলেও অনড় বাংলা। নীতীশ কুমারের বিহার অ্যালকোহলে নিষেধাজ্ঞা জারি করেছে অনেক দিন আগেই। গোটা বিহারে মদের বিক্রি আইনত অপরাধ। যে ব্যক্তি মদ বিক্রি করবেন এবং যিনি কিনবেন-দুইই দোষী হবেন এবং আইনত তা দন্ডনীয় অপরাধ। শোনা যাচ্ছিল, বিহারের পর বাংলাতেও নাকি মদের ওপর নিষেধাজ্ঞা আনতে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের তৃণমূল সরকার। প্রাথমিক কিছু কথাবার্তা চললেও সিদ্ধান্ত হল একেবারে উল্টো। গোটা একবছরে ১২ দিনের ড্রাই ডেও তুলে দিল রাজ্য সরকার। ক্লাব আর বারে এবার থেকে ৩৬৫ দিনই মদ বিক্রির ছাড় দিল রাজ্য সরকার। 

Updated By: Aug 23, 2016, 04:59 PM IST
৩৬৫ দিনই মদ, বিহারে 'না', বাংলায় 'হ্যাঁ'

ওয়েব ডেস্ক: ৩৬৫ দিনই মদ চলবে। 'মদ না'-নীতি বিহার মানলেও অনড় বাংলা। নীতীশ কুমারের বিহার অ্যালকোহলে নিষেধাজ্ঞা জারি করেছে অনেক দিন আগেই। গোটা বিহারে মদের বিক্রি আইনত অপরাধ। যে ব্যক্তি মদ বিক্রি করবেন এবং যিনি কিনবেন-দুইই দোষী হবেন এবং আইনত তা দন্ডনীয় অপরাধ। শোনা যাচ্ছিল, বিহারের পর বাংলাতেও নাকি মদের ওপর নিষেধাজ্ঞা আনতে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের তৃণমূল সরকার। প্রাথমিক কিছু কথাবার্তা চললেও সিদ্ধান্ত হল একেবারে উল্টো। গোটা একবছরে ১২ দিনের ড্রাই ডেও তুলে দিল রাজ্য সরকার। ক্লাব আর বারে এবার থেকে ৩৬৫ দিনই মদ বিক্রির ছাড় দিল রাজ্য সরকার। 

প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, মহরম, দোল যাত্রা-কেবল মাত্র এই ৫টা দিন বেলা ২ ঘটিকা পর্যন্ত চলবে ড্রাই ডে। তারপর থেকেই চলতে পারে মদের কেনা বেচা। 

.