ভালো ফলনের আশায় মালদার আমচাষীরা

আবহাওয়া অনুকুল থাকায় এবার মালদা জেলায় আমের ফলন ভালো হবার আশা করছে জেলা উদ্যানপালন দফতর। কীটনাশকের ব্যবহার সম্পর্কে আমচাষীদের সচেতন করতে বিশেষ প্রচার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Updated By: Jan 1, 2012, 09:45 PM IST

আবহাওয়া অনুকুল থাকায় এবার মালদা জেলায় আমের ফলন ভালো হবার আশা করছে জেলা উদ্যানপালন দফতর। কীটনাশকের ব্যবহার সম্পর্কে আমচাষীদের সচেতন করতে বিশেষ প্রচার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও পোকার আক্রমণে গতবছর মালদা জেলায় মার খায় আমের ফলন। এবার, আবহাওয়া ভালো থাকায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ মেট্রিক টন আম উত্পাদন হবে বলে মনে করা হচ্ছে।
কীটনাশক ব্যবহারের ভুলে আমের শোষক পোকা ও শুলি পোকার  প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে। পরবর্তীকালে ওই কীটনাশক আর কাজ করছে না। সমস্যা সমাধানে কৃষকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এবছর মালদায় ২৮ হাজার হেক্টর জমিতে আমচাষ হবে। জেলায় আমচাষীর সংখ্যা ৯০ হাজারের বেশি।

.