ম্যানেজারকে মারধর করায় চা বাগানে তালা ঝোলালেন চা বাগান কর্তৃপক্ষ

ওয়েব ডেস্ক: ম্যানেজারকে মারধর করায় চা বাগানে তালা ঝোলালেন চা বাগান কর্তৃপক্ষ। মালবাজারের সামসিং চা বাগানের ঘটনা। গতকাল বিকেলে সামসিং চা বাগানের কয়েকজন শ্রমিক অ্যাম্বুলেন্সের জন্য চা বাগানে যান। এরপর ম্যানেজারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাগান শ্রমিকরা। অভিযোগ, মারধর করা হয় ম্যানেজারকে। ভেঙে দেওয়া হয় অফিসের কাঁচ। এরই প্রতিবাদে বাগান ছাড়ার সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ। আজ সকালে শ্রমিকরা কাজে গিয়ে দেখেন বাগানের অফিসে তালা ঝুলছে। এরপরেই বাগানের গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন বাগান শ্রমিকরা। চা বাগান বন্ধ হওয়ায় কাজ হারালেন প্রায় ১৬০০ শ্রমিক।

আরও পড়ুন খেজুরের গুণাগুণগুলি অবশ্যই জেনে রাখুন

আরও পড়ুন গ্রেটার কোচবিহারকে সমর্থন আর বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি জানেন?

English Title: 
MALBAZAR SAMSING TEA GARDEN CLOSED
News Source: 
Home Title: 

ম্যানেজারকে মারধর করায় চা বাগানে তালা ঝোলালেন চা বাগান কর্তৃপক্ষ

ম্যানেজারকে মারধর করায় চা বাগানে তালা ঝোলালেন চা বাগান কর্তৃপক্ষ
Yes
Is Blog?: 
No
Section: