মুখ্যমন্ত্রী বলছেন অন্তর্ঘাত, পালটা যুক্তি মলয়ের

লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে হারের কারণ নিয়ে এবার মুখ্যমন্ত্রীর অন্তর্ঘাত তত্ত্বের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন মলয় ঘটক। হারের কারণ বিশ্লেষণে আসানসোল ও কুলটি পৌরসভার পুরপিতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই হারের জন্য চারটি ফ্যাক্টর চিহ্নিত করেন মলয় ঘটক।

Updated By: May 23, 2014, 10:33 AM IST

লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে হারের কারণ নিয়ে এবার মুখ্যমন্ত্রীর অন্তর্ঘাত তত্ত্বের পাল্টা ব্যাখ্যা দিয়েছেন মলয় ঘটক। হারের কারণ বিশ্লেষণে আসানসোল ও কুলটি পৌরসভার পুরপিতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই হারের জন্য চারটি ফ্যাক্টর চিহ্নিত করেন মলয় ঘটক।

আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের পরাজয়ের জন্য মুখ্যমন্ত্রীর রোশের মুখে মলয় ঘটক। দলনেত্রীর নির্দেশে কেড়ে নেওয়া হয় তাঁর মন্ত্রিত্বও। এরপরই তৃণমূল নেত্রীর সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে দলের একাংশ। তবে দোলা সেনের পরাজয়ের জন্য যে তিনি একা দায়ী, তা মানতে নারাজ মলয় ঘটক।

দোলা সেনের পরাজয়ের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ এনেছিলেন। দলনেত্রীর আনা অভিযোগ অস্বীকার করেছেন শিল্পাঞ্চলের তৃণমূল জেলা সভাপতি মলয় ঘটক। তাঁর দাবি, অন্তর্ঘাত বা অন্তর্দ্বন্দ্ব নয়। আসানসোলে তৃণমূল প্রার্থীর পরাজয়ের জন্য চারটি ফ্যাক্টর কাজ করেছে।

হারের কারণ খতিয়ে দেখতে আসানসোল ও কুলটি পৌরসভার পঁচিশজন পুরপিতার সঙ্গে বৈঠকও করেন মলয় ঘটক। তারপরই আত্মপক্ষ সমর্থনে তাঁর এই ব্যাখ্যা।

.