নিহত পরিবেশকর্মী তপন দত্তের মেয়েকে হুমকি কাউন্সিলারের

নিহত পরিবেশকর্মী তপন দত্তের মেয়েকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল উত্তরপাড়া পুরসভার এক কাউন্সিলারের বিরুদ্ধে। গতকাল রাতে মেয়েকে কোচিং ক্লাস থেকে আনতে উত্তরপাড়ার শখেরবাজার এলাকায় গিয়েছিলেন প্রয়াত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। তাঁর বক্তব্য, গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় স্থানীয় একটি পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়েছিল তাঁর মেয়ে। সেইসময় তাঁর মেয়েকে ঘিরে ধরে কয়েকজন যুবক। প্রতিমা দেবীর দাবি, তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জি।

Updated By: May 23, 2014, 10:24 AM IST

নিহত পরিবেশকর্মী তপন দত্তের মেয়েকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল উত্তরপাড়া পুরসভার এক কাউন্সিলারের বিরুদ্ধে। গতকাল রাতে মেয়েকে কোচিং ক্লাস থেকে আনতে উত্তরপাড়ার শখেরবাজার এলাকায় গিয়েছিলেন প্রয়াত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। তাঁর বক্তব্য, গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় স্থানীয় একটি পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়েছিল তাঁর মেয়ে। সেইসময় তাঁর মেয়েকে ঘিরে ধরে কয়েকজন যুবক। প্রতিমা দেবীর দাবি, তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস মুখার্জি।

তিনি তাঁর মেয়ের হাত ধরে টানাটানি করেন এবং গুলি করার হুমকি দেন বলেও অভিযোগ নিহত তপন দত্তের স্ত্রীর। রাতেই তিনি উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তাপস মুখার্জি।

.