ময়নার বিষমদকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

পূর্ব মেদিনীপুরের ময়নার বিষমদকাণ্ডে গ্রেফতার হল মূল অভিযুক্ত মানিক রুই দাস এবং চন্দন সাঁতরা। বারাসত থেকে তাদের গ্রেফতার করেছে পুলিস। এ নিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করল পুলিস। ইতিমধ্যেই বিষমদ কাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। এখনও অসুস্থ প্রায় ৫০জন।

Updated By: Oct 1, 2015, 10:47 AM IST

ওয়েব ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ময়নার বিষমদকাণ্ডে গ্রেফতার হল মূল অভিযুক্ত মানিক রুই দাস এবং চন্দন সাঁতরা। বারাসত থেকে তাদের গ্রেফতার করেছে পুলিস। এ নিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করল পুলিস। ইতিমধ্যেই বিষমদ কাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। এখনও অসুস্থ প্রায় ৫০জন।

গত শনিবার বিষমদকাণ্ড সামনে আসার পর,  অভিযোগ ওঠে, মোটা টাকার বিনিময়ে বেআইনি মদ বিক্রিতে সবুজ সঙ্কেত দেয় পুলিসই। গত সোমবার উত্তেজনা ছড়ায় এলাকায়। বেআইনি মদ বিক্রেতার বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

ময়না থানার আড়ংকিয়ারানা গ্রামের বেশ কয়েক জন বিষমদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন। শনিবার রাত থেকেই তাদের পেট ও মাথায় অসহ্য যন্ত্রণা হতে শুরু করে। এরপরেই শুরু হয় মৃত্যু মিছিল। শুরু হয়ে ক্ষোভ-বিক্ষোভ। 

.