মালদহে উদ্ধার ১০০ তাজা বোমা
মালদহের কালিয়াচকে উদ্ধার হল কয়েকশো তাজা বোমা। আজ সকালে কালিয়াচকের আঠারো মাইলের কাছে হলুদের জমিতে বোমাগুলিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় কালিয়াচক থানার পুলিস। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। গোটা এলাকায় ঘিরে রেখেছে পুলিস।
মালদহ: মালদহের কালিয়াচকে উদ্ধার হল কয়েকশো তাজা বোমা। আজ সকালে কালিয়াচকের আঠারো মাইলের কাছে হলুদের জমিতে বোমাগুলিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় কালিয়াচক থানার পুলিস। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও। গোটা এলাকায় ঘিরে রেখেছে পুলিস।
বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের পর রাজ্যের চার জেলায় নাশকতামূলক ষড়যন্ত্রের বিষয়গুলি সামনে আসতে শুরু করেছে। বিস্ফোরণের তদন্তে নেমে একেরপর এক জঙ্গিঘাঁটির সন্ধান মিলেছে। এনআইএর তদন্তে সাহায্য করছে এনএসজিও। মালদহে ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাড়িতে মজুদকরা বিস্ফোরক সরাতে গিয়ে তা ফেটে আহত হওয়ারও ঘটনা ঘটেছে। সেই মালদহেই নতুন করে বিস্ফোরক উদ্ধারের ঘটনা প্রশ্ন তুলছে, এই বিস্ফোরকের সঙ্গে বর্ধমানকাণ্ডের যোগ রয়েছে কী না?