আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে একযোগে প্রতিবাদে বাম-কংগ্রেস

রাজ্যে ধর্ষণ, নারী নির্যাতন, নিগ্রহের ঘটনা বেড়ে যাওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদে সামিল হলেন বামপন্থী এবং কংগ্রেসের মহিলা সংগঠনের নেতা,কর্মীরা। রবিবার বাঁকুড়ায় বামপন্থী মহিলা সংগঠনগুলির ডাকা কনভেনশনে কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রীরা শুধু উপস্থিতই ছিলেন না, ওই মঞ্চ থেকেই আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তাঁরা।

Updated By: Oct 1, 2012, 11:00 AM IST

রাজ্যে ধর্ষণ, নারী নির্যাতন, নিগ্রহের ঘটনা বেড়ে যাওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদে সামিল হলেন বামপন্থী এবং কংগ্রেসের মহিলা সংগঠনের নেতা,কর্মীরা। রবিবার বাঁকুড়ায় বামপন্থী মহিলা সংগঠনগুলির ডাকা কনভেনশনে কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রীরা শুধু উপস্থিতই ছিলেন না, ওই মঞ্চ থেকেই আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তাঁরা।
জোট রাজনীতির বাধ্য-বাধকতার কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে এতদিন সেভাবে সোচ্চার হতে দেখা যায়নি কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রীদের। কিন্তু জোট এখন আর নেই। এক সময়ের বন্ধু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা এখন কংগ্রেস এবং কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমেছে। তাই পুরনো সম্পর্ককে ঝেড়ে ফেলে এবার বামপন্থীদের সঙ্গেই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলেন মহিলা কংগ্রেস নেতৃত্ব। এমনটাই বিশ্লেষণ রাজনৈতিক মহলের। এদিনের সম্মেলনে বাম নেতাদের তরফেও রাজ্য সরকারের সমালোচনা করা হয়।  
  
দীর্ঘদিন ধরেই রাজ্যে ক্রমশ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদ জানিয়ে আসছিলেন বামপন্থীরা। এবার কংগ্রেসের মহিলা সংগঠনের প্রতিনিধিরা তাঁদের সঙ্গে প্রতিবাদে সামিল হওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকেই।

.