ব্যাঙ্কের ভিতর উদ্ধার ম্যানেজারের ঝুলন্ত দেহ

ব্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল ম্যানেজারের ঝুলন্ত দেহ। রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের ময়রাপুকুর এলাকায়। মৃতের পরিবারের দাবি, সম্প্রতি বদলির নির্দেশ পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

Updated By: Oct 1, 2012, 10:59 AM IST

ব্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল ম্যানেজারের ঝুলন্ত দেহ। রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার বিষ্ণুপুরের ময়রাপুকুর এলাকায়। মৃতের পরিবারের দাবি, সম্প্রতি বদলির নির্দেশ পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।  
বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোয়াপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কের বিষ্ণুপুর শাখার ম্যানেজারের ঝুলন্ত দেহ রবিবার উদ্ধার হয় ব্যাঙ্কের মধ্যে থেকেই। মৃত সর্বানী প্রসাদ ব্যানার্জির কাছে থাকত ব্যাঙ্কের চাবি। নিয়ম অনুযায়ী রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও সর্বানীবাবু ব্যাঙ্কে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ পরও বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু হয়। ব্যাঙ্কের মধ্যে মেলে সর্বানীবাবুর দেহ।        
 
ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্প্রতি সর্বানীবাবুকে বাঁকুড়া শাখায় বদলি করেছিলেন। মৃতের পরিবারের দাবি, ৫৮ বছর বয়সী সর্বানীবাবু এই বদলির নির্দেশ মানতে চাইছিলেন না। শারীরিক অসুস্থতাও ছিল। দুইয়ের জেরে তিনি ইদানিং অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁরা। যদিও `বদলির নির্দেশের জেরে আত্মহত্যা`এই তত্ত্ব মানতে নারাজ সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তাঁদের দাবি, রুটিন মাফিকই বদলি করা হয়েছিল সর্বানীবাবুকে। মানসিক অবসাদে আত্মহত্যা নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিস।  

.