ফের ধস পাহাড়ে, মিরিক পরিদর্শনে শিলিগুড়ির মেয়র

Updated By: Jul 4, 2015, 02:18 PM IST
ফের ধস পাহাড়ে, মিরিক পরিদর্শনে শিলিগুড়ির মেয়র

ওয়েব ডেস্ক: ধসে এখনও বিপর্যস্ত পাহাড়। খুব বড় না হলেও, নতুন করে ছোটখাটো ধস নেমেছে বেশ কিছু জায়গায়। কালিঝোরার রাস্তা এখনও বন্ধ। লাভা, ঝান্ডি, গরুবাথান সব জায়গাই পর্যটকশূন্য। এখনও পুরোপুরি বিধ্বস্ত মিরিক। অবরুদ্ধ জাতীয় সড়কের বিভিন্ন জায়গা। সিকিম-শিলিগুড়ি সংযোগকারী রাস্তাও বন্ধ। আজ ধস-বিধ্বস্ত মিরিকে যাচ্ছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। 

লিম্বুঝোড়া ও টিংলিংয়ে যাবেন তিনি। খতিয়ে দেখবেন পরিস্থিতি। ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিকের এই এলাকাগুলি। উদ্ধারকাজ চলছে কলিম্পং, কালিঝোড়া ও গরুবাথান এলাকায়। কালিম্পংয়ে উনত্রিশ মাইলে ধস সরাতে গিয়ে, মেশিনের ওপরই পাথর-মাটি এসে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। কার্শিয়াংয়ে ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস সরানোর কাজ শুরু করেছে বর্ডার রোড অর্গানাইজেশন। টয় ট্রেন চলাচলের লাইনও পরিস্কার করা হচ্ছে। মংপংয়ের কাছে সেবকে, ক্ষতিগ্রস্ত একত্রিশ নম্বর জাতীয় সড়ক সারানো চলছে। তবে গতকালের বৃষ্টিতে ব্যাহত কাজ। এখনও সিঙ্গল লেন দিয়েই শিলিগুড়ি সঙ্গে যোগাযোগ রয়েছে। 

.