গত কয়েক বছরে রাজ্য জুড়ে কমছে কর্মসংস্থান, বাড়ছে শ্রমিক অসন্তোষ
কখনও লকআউট, কখনও বা শ্রমিক ছাঁটাই ঘিরে প্রতিবাদ। গত কয়েক বছরে বার বারই উত্তপ্ত হয়ে উঠেছে এরাজ্যের বিভিন্ন কারখানা চত্বর। অনেক ক্ষেত্রেই শ্রমিকদের ক্ষোভ গিয়ে পড়েছে কারখানার ম্যানেজার বা সিইওদের ওপর।
ব্যুরো: কখনও লকআউট, কখনও বা শ্রমিক ছাঁটাই ঘিরে প্রতিবাদ। গত কয়েক বছরে বার বারই উত্তপ্ত হয়ে উঠেছে এরাজ্যের বিভিন্ন কারখানা চত্বর। অনেক ক্ষেত্রেই শ্রমিকদের ক্ষোভ গিয়ে পড়েছে কারখানার ম্যানেজার বা সিইওদের ওপর।
হুগলির নর্থব্রুক জুটমিলে শ্রমিকদের মারে মৃত্যু হয় কারাখানার সিইওর। হেস্টিংস জুটমিলে পালিয়ে বাঁচেন সিইও শম্ভুনাথ পাল।কাজের সময় কমানো নিয়ে হুগলির নর্থব্রুক জুটমিলে শ্রমিক বিক্ষোভ হয় এবছর পনেরই জুন। প্রথমে বচসা। তারপর সিইও হরিকিষেণ মাহেশ্বরীকে বেধড়ক মারধর করেন শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
গত ২৩ জুলাই আসানসোলের জেকে নগর কোলিয়ারির ম্যানেজারকে মারধরের অভিযোগ ওঠে। কাঠগড়ায় ওঠেন তৃণমূলের এক শ্রমিক নেতা চুনুলাল মিশ্র। যদিও আদালতে আত্মসমর্পণ করে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।
এবারের পুজোয় বকেয়া বেতন ও বোনাস নিয়ে গণ্ডোগোল শুরু হয় দুর্গাপুরের শাকাম্ভরী ওভারসিজ প্রাইভেট লিমিটেড কারখানায়। বিক্ষোভ দেখাতে গিয়ে কারখানার ম্যানেজারকে মারধর করেন শ্রমিকেরা।
গত ১৯ অক্টোবর কর্মী ছাটাই ঘিরে বিক্ষোভ হয় শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিলে। মারধর করা হয় কারখানার বেশ কয়েকজন আধিকারিককে। এরপরই কর্তৃপক্ষ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।
গত বুধবার শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রিষড়ার হেস্টিংস জুটমিল। অশান্তির শুরু কর্তৃপক্ষের শিফটের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়ে। ক্ষুব্ধ শ্রমিকেরা চড়াও হন সিইও শম্ভুনাথ পালের অফিসে। বিপদ বুঝে পালিয়ে যান শম্ভুনাথ পাল। এরপরই অফিসে ব্যাপক ভাঙচুর চালান শ্রমিকেরা। বিক্ষোভ ঠেকাতে গিয়ে জখম হন তিন জন পুলিস কর্মী।