মালদহে বাসে হামলার ঘটনায় আটক ৭
মালদহে বাস লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করল পুলিস। গতকালই মালদার কালিপুকুরে বাস লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় আহত হন ১১ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে রয়েছেন এক সিভিক পুলিস কর্মীও। মালদা থেকে নালাগোলা যাচ্ছিল বাসটি।
মালদহে বাস লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করল পুলিস। গতকালই মালদার কালিপুকুরে বাস লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনায় আহত হন ১১ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে রয়েছেন এক সিভিক পুলিস কর্মীও। মালদা থেকে নালাগোলা যাচ্ছিল বাসটি।
শুক্রবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ শেষ বাস কালিপুকুরের কাছে আসতেই শুরু হয় হামলা। ঘটনার আকষ্মিকতায় প্রথমে হকচকিয়ে গেলেও বিপদের গন্ধ পেয়ে বাসের গতি বাড়িয়ে দেন চালক। পাকুয়াহাট পুলিস ফাঁড়িতে গিয়ে পৌছোয় বাসটি। যাত্রীদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তল্লাসি শুরু করে পুলিস। কেএলও জঙ্গিরাই হামলা চালিয়েছে বলে প্রাথনিক তদন্তে অনুমান পুলিসের। কারণ, বামনগোলা হবিবপুর দুটি ব্লকই কেএলও জঙ্গিগের পুরনো ঘাঁটি। এর আগেও ওই এলাকায় বেশকয়েকটি এই ধরনের হামলা ঘটনা ঘটেছে।