আসানসোল থেকে গ্রেফতার কিষেণজির ব্যক্তিগত চিকিত্‍সক

আসানসোল থেকে গ্রেফতার হলেন কিষেণজির ব্যক্তিগত চিকিত্‍সক। তিনি এক মাওবাদী নেতাও। ধৃত সমীর বিশ্বাস পেশায় চিকিত্‍সক।

Updated By: Dec 12, 2013, 03:47 PM IST

আসানসোল থেকে গ্রেফতার হলেন কিষেণজির ব্যক্তিগত চিকিত্‍সক। তিনি এক মাওবাদী নেতাও। ধৃত সমীর বিশ্বাস পেশায় চিকিত্‍সক।

গতকাল রাতে মহিশীলা এলাকায় দাদার বাড়ি থেকে সমীর বিশ্বাসকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিস।

২০১০ সালে আসানসোল দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে মাওবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ দায়ের হয়েছিল। ওই সময় তাঁর বাড়িতে তল্লাসি চালিয়ে প্রচুর মাওবাদী নথি উদ্ধার করে পুলিস। সেই থেকেই নিখোঁজ থিলেন তিনি। এরপর গতকাল রাতে গ্রেফতার হন সমীর বিশ্বাস। ধৃতকে আজ আসানসোল আদালতে তোলা হয়েছে।

.