এবার চার শক্তির লড়াই কৃষ্ণনগরে
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে লড়াই এবার চর্তুমুখী। একদিকে তৃণমূলের অভিনেতা প্রার্থী তাপস পাল। অন্যদিকে বিজেপির পোড় খাওয়া রাজনীতিক সত্যব্রত মুখার্জি ওরফে জুলু বাবু। ভোট যুদ্ধের ময়দানে রয়েছে কংগ্রেস ও সিপিআইএমও। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। ১৭ তারিখ থেকে এলাকায় প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী তাপস পাল।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে লড়াই এবার চর্তুমুখী। একদিকে তৃণমূলের অভিনেতা প্রার্থী তাপস পাল। অন্যদিকে বিজেপির পোড় খাওয়া রাজনীতিক সত্যব্রত মুখার্জি ওরফে জুলু বাবু। ভোট যুদ্ধের ময়দানে রয়েছে কংগ্রেস ও সিপিআইএমও। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। ১৭ তারিখ থেকে এলাকায় প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী তাপস পাল।
ভোট প্রচারে সরগরম নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এবারে লড়াই এখানে চর্তুমুখী। কংগ্রেস,বিজেপি,সিপিআইএম,তৃণমূল চার দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে হাসবে শেষ হাসি তা নিয়েই চলছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। সিপিআইএম ও বিজেপি প্রার্থীরা প্রচার শুরু করলেও এখনও প্রচারে নামেন নি কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস পাল। আগামি সতেরো তারিখ ভোট যুদ্ধের ময়দানে নামবেন টলিউডের এই অভিনেতা।
৯৯ সালে কৃষ্ণনগর কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সত্যব্রত মুখার্জি ওরফে জুলুবাবু। ২০০৪ ও ৯ ভোটে দাঁড়ালেও পরপর দুটি ভোটেই হেরে যান। এবারে অবশ্য জয় নিয়ে যথেষ্টই আশাবাদী তিনি। অন্যদিকে সিপিআইএম প্রার্থী শান্তুনু ঝা তার প্রচারে এলাকার অনুন্নয়নকেই হাতিয়ার করেছেন।