ছাত্রিভর্তির দাবিতে খড়দায় স্কুলে বিক্ষোভ

পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে গণ্ডগোলের ঘটনায় উত্তেজনা ছড়াল খড়দার ভবনাথ ইন্সটিটিউশন ফর গার্লস হাইস্কুলে। ২২ জন ছাত্রীকে ভর্তির দাবিতে সোমবার ছুটির পর স্কুলের গেটে তালা লাগিয়ে দেন অভিভাবকদের একাংশ। আটকে পড়েন বেশ কয়েকজন শিক্ষিকা। প্রায় ৩ ঘণ্টা পর ঘেরাও মুক্ত হন শিক্ষিকারা।

Updated By: Mar 28, 2012, 08:30 PM IST

পঞ্চম শ্রেণিতে ভর্তি নিয়ে গণ্ডগোলের ঘটনায় উত্তেজনা ছড়াল খড়দার ভবনাথ ইন্সটিটিউশন ফর গার্লস হাইস্কুলে। ২২ জন ছাত্রীকে ভর্তির দাবিতে সোমবার ছুটির পর স্কুলের গেটে তালা লাগিয়ে দেন অভিভাবকদের একাংশ। আটকে পড়েন বেশ কয়েকজন শিক্ষিকা।  প্রায় ৩ ঘণ্টা পর ঘেরাও মুক্ত হন শিক্ষিকারা।  
 
পঞ্চম শ্রেণিতে ছাত্রী ভর্তি নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। অভিভাবকদের একাংশের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ২২ জন ছাত্রীকে ভর্তি নিচ্ছেন না। ছাত্রিভর্তির জন্য জেলার স্কুল পরিদর্শকের নোটিস রয়েছে বলেও দাবি করেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দেখা করতে চাননি বলে স্কুল ছুটির পর গেটের বাইরে তালা ঝুলিয়ে দেন তাঁরা।  
 
স্কুল কর্তৃপক্ষ জেলা স্কুল পরিদর্শকের নোটিস পেয়েছেন বলে মেনে নিয়েছেন তবে তাঁদের যুক্তি ভর্তি হতে চাওয়া ২২ জন ছাত্রী ইতিমধ্যেই অন্য স্কুলে ভর্তি হয়ে গিয়েছে।
অবেশেষে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ব্যারাকপুরের অতিরিক্ত পুলিস সুপার বিশ্বজিত ঘোষ ঘটনাস্থলে গিয়ে ঘেরাওমুক্ত করেন শিক্ষিকাদের। নিরাপত্তার কারণে বুধবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

.