দিল্লি পৌঁছল কামদুনি

বিচারের আশায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছাল কামদুনি। নিহত ছাত্রীর পরিবারের সদস্যসহ মোট ২৩ জন প্রতিনিধি ১৫ তারিখ দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতির কাছে দোষীদের ফাঁসির দাবি রাখবেন কামদুনির প্রতিনিধিরা। দুপুর একটা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে থাকবেন তাঁরা।

Updated By: Jul 14, 2013, 11:41 AM IST

বিচারের আশায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লি পৌঁছাল কামদুনি। নিহত ছাত্রীর পরিবারের সদস্যসহ মোট ২৩ জন প্রতিনিধি ১৫ তারিখ দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতির কাছে দোষীদের ফাঁসির দাবি রাখবেন কামদুনির প্রতিনিধিরা। দুপুর একটা পর্যন্ত রাষ্ট্রপতি ভবনে থাকবেন তাঁরা।
গতকাল বিকেলে শিয়ালদহ স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে রওনা দেন তাঁরা।
গ্রামের মেয়েকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে রাস্তায় নেমেছিল উত্তর চব্বিশ পরগনার অখ্যাত গ্রামটি। সুবিচারের আশ্বাস দিয়ে এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভরসা করতে চেয়েছিল কামদুনি। কাজ হয়নি। এবার তাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে রওনা দিলেন কামদুনির প্রতিবাদিরা। তবে কামদুনির বাসিন্দাদের মাওবাদী আর সিপিআইএম তকমা জুটেছে। তকমা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তকমা দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু দলীয় রাজনীতির কাছে মাথা নীচু না করে, কামদুনি হেঁটেছে নিজস্ব রাস্তায়। সেই পথেই এবার কামদুনি যাচ্ছে রাষ্ট্রপতির কাছে।
ধর্ষণের বিচার চাইতে আজ দিল্লি যাচ্ছে খরজুনাও। নিহতের স্বামী, আত্মীয়সহ গ্রাম থেকে যাচ্ছেন পাঁচজন। নিয়ে যাচ্ছেন গোটা গ্রামের মানুষের রাষ্ট্রপতির প্রতি লেখা একটি চিঠি।
ন্যায়বিচারের আশায় আজ দিল্লি যাচ্ছেন রানিতলার দুই বাসিন্দাও। তাঁরাও যাচ্ছেন ধর্ষণের বিচার চাইতে।

.