আজ কামদুনি মামলার রায় ঘোষণা
আড়াই বছর পার। এবার বহু অপেক্ষার কামদুনি ধর্ষণকাণ্ডের রায় দিতে চলেছে নগর দায়রা আদালত। আজ রায় ঘোষণা। দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে কামদুনির ধারাবাহিক আন্দোলন রাজ্যে এখন প্রতিবাদের আরেক নাম।
ওয়েব ডেস্ক: আড়াই বছর পার। এবার বহু অপেক্ষার কামদুনি ধর্ষণকাণ্ডের রায় দিতে চলেছে নগর দায়রা আদালত। আজ রায় ঘোষণা। দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে কামদুনির ধারাবাহিক আন্দোলন রাজ্যে এখন প্রতিবাদের আরেক নাম। ২০১৩ সালের ৭ জুন থেকে ২০১৬ সালের ২৮ জানুয়ারি। দুবছর সাত মাস একুশ দিনের মাথায় বিচার পেতে চলেছে কামদুনি। মাঝের এই সময়টায় ঘাত-প্রতিঘাত এসেছে বারবার। নগদ দায়রা আদালতে কামদুনি কাণ্ডে আট অভিযুক্তের কী সাজা হয় এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। তরুণীর ওপর নির্মম অত্যাচার। খুন করে দেহ ফেলে দেওয়া হয় পাঁচিল ঘেরা জমির বাইরে। গর্জে ওঠে কামদুনি। সঙ্গী গোটা দেশ। প্রতিবাদ। আন্দোলন। বিচারের দাবিতে পথে নামে কামদুনি।