কামদুনি কাণ্ড: অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছে সরকার, ক্ষোভ উগরোলেন নির্যাতিতার ভাই

অভিযুক্তদের পরিবারকে নবান্নে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ উগরে দিলেন কামদুনির নির্যাতিতার ভাই। তাঁর অভিযোগ, আসামী পক্ষের পাশে দাঁড়াচ্ছে সরকার। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাঁরা।

Updated By: Jan 23, 2014, 11:57 PM IST

অভিযুক্তদের পরিবারকে নবান্নে নিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ উগরে দিলেন কামদুনির নির্যাতিতার ভাই। তাঁর অভিযোগ, আসামী পক্ষের পাশে দাঁড়াচ্ছে সরকার। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাঁরা।

বুধবার রীতিমতো সরকারি উদ্যোগে পুলিসি এসকর্টে নবান্নে গিয়ে স্মারকলিপি দেয় কামদুনি কাণ্ডে অভিযুক্তদের পরিবার। মুখ্যমন্ত্রীর সচিবালয়ে অভিযুক্তদের নিঃশর্ত মুক্তির দাবি করেন তাঁরা। এঘটনায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার ভাই। কেন এই পদক্ষেপ পুলিস, প্রশাসনের? জানার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় নির্যাতিতার পরিবার।

বুধবারের ঘটনার পর কামদুনির নির্যাতিতার পরিবারের অভিযোগ, তাঁদের নিয়ে রাজনীতি হচ্ছে। বুধবার নবান্নে ইনসাফ মঞ্চের স্মারকলিপি দেওয়ার ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ কামদুনি প্রতিবাদী মঞ্চের সদস্যরাও।

.