মণ্ডপে বৌদ্ধমন্দির, আলোকসজ্জা, জমজমাট নদিয়ার কালীপুজো
Updated By: Oct 23, 2014, 11:57 PM IST
সারা রাজ্যের সঙ্গে নদিয়াতেও মহা ধুমধামে পালিত হচ্ছে উত্সব। একনজরে দেখে নেওয়া যাক, নদিয়া জেলার কয়েকটি পুজো। নদিয়ার আড়ংঘাটায় ছোট-বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি পুজো। মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে পুস্পকের ।
ইয়ংস্টারের পুজোয় উঠে এসেছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম ।
চার্চের আদলে তৈরি হয়েছে পিয়ালী ক্লাবের মণ্ডপ। আলোকসজ্জা চন্দননগরের।
প্রদীপ দিয়ে তৈরি মণ্ডপ আপনজন ক্লাবের।
কৃষ্ণনগরের শক্তিনগর পাঁচমাথা মোড়ে নবকালী পুজো ।
রেলওয়ে ক্লাবের মণ্ডপ মন্দিরের আদলে।
সাথী ক্লাবের প্রতিমা সাবেকী ।
নবজাগরণ ক্লাবে এবার শ্মশান কালীর আরাধনা ।
সাবেকী থেকে থিম, সবরকম সাজে সেজে উঠেছে নদিয়ার পুজোমণ্ডপ।