ভৌম অমাবস্যায় বৈষ্ণব মতে পূজিতা মা আদ্যাশক্তি

Updated By: Oct 23, 2014, 11:03 PM IST
ভৌম অমাবস্যায় বৈষ্ণব মতে পূজিতা মা আদ্যাশক্তি

কালীর আরাধনায় দিনভর মুখরিত রইল দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের মন্দির। এখানে পুজো হয় বৈষ্ণব মতে। দিনের আলো থাকতেই শেষ করতে হয় পুজো।  ভৌম অমাবস্যায় আদ্যাশক্তির আরাধনার মুখরিত হল  দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের মন্দির।

প্রায় একশো বছর আগে উনিশশো একুশ সালে  রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠা করেন আনন্দ চন্দ্র ভট্টাচার্য নামে এক আয়ুর্বেদ চিকিত্‍সক। মন্দিরের জনশ্রুতি বলে, ঠাকুর রামকৃষ্ণ ও স্বয়ং দেবী কালীর স্বপ্নাদেশে এই সঙ্ঘ তৈরি করেছিলেন তিনি। উনিশশো আঠাশে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। উনিশশো সাতষট্টিতে সম্পূর্ণ হয় মন্দির। এখানে দেবী কালী পূজিত হন আদ্যাশক্তি হিসেবে।

হিন্দু ধর্মবিশ্বাস বলা হয়, আদ্যাশক্তি থেকেই সমস্ত জীবজগতের উত্‍পত্তি। তাই এখানে একে অপরকে সম্বোধন করা হয় ভাই অথবা বোন হিসেবে।

দেখুন আদ্যা মায়ের ভিডিও,

 

 

.