ক্ষোভের আগুন অব্যাহত, কামদুনি এবার দিল্লিমুখী

কামদুনি মামলার অসম্পূর্ণ চার্জশিট নিয়ে বারাসত আদালতে বিচারকের প্রশ্নের জবাব আজও দিতে পারল না সিআইডি। সিআইডি আরও সময় চাওয়ায় ফের এই মামলার শুনানি হবে বারোই জুলাই। এদিকে সিআইডি অসম্পূর্ণ চার্জশিট দেওয়ায় ক্ষোভ বাড়ছে কামদুনিতে। প্রতিবাদে আজ পথ অবরোধ করেন গ্রামের মানুষ। ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা। 

Updated By: Jul 4, 2013, 08:25 PM IST

কামদুনি মামলার অসম্পূর্ণ চার্জশিট নিয়ে বারাসত আদালতে বিচারকের প্রশ্নের জবাব আজও দিতে পারল না সিআইডি। সিআইডি আরও সময় চাওয়ায় ফের এই মামলার শুনানি হবে বারোই জুলাই। এদিকে সিআইডি অসম্পূর্ণ চার্জশিট দেওয়ায় ক্ষোভ বাড়ছে কামদুনিতে। প্রতিবাদে আজ পথ অবরোধ করেন গ্রামের মানুষ। ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা। 
বৃহস্পতিবারও কামদুনি মামলায় চার্জশিট নিয়ে বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক তিন নম্বর কোর্টের তোলা প্রশ্নের জবাব দিতে পারল না সিআইডি। আরও সময় চেয়েছেন তাঁরা। বারোই জুলাই ফের এই মামলার শুনানি। হাজির ছিলেন না অভিযুক্ত পক্ষের আইনজীবীও।
একদিকে যখন আদালতে ভর্সনার মুখে পড়তে হয়েছে সরকারকে, ঠিক তখনই চার্জশিটের নামে প্রহসনের অভিযোগে রাস্তায় কামদুনির মানুষ।
 
কামদুনি ঘটনার দশদিন পর ঘটনাস্থলে গিয়ে  পনেরো দিনের মধ্যেই  দোষীদের বিরুদ্ধে চার্জশিটের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু শেষপর্যন্ত সিআইডি যে চার্জশিট পেশ করেছে তা অসম্পূর্ণ। ফলে বেড়েছে ক্ষোভ। বৃহস্পিতবার কামদুনি মোড় অবরোধ করেন বাসিন্দারা।
সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতির কাছে যাওয়ারও তোড়জোড় শুরু করে দিয়েছে টুম্পা, মৌসুমীরা।
দানা বাঁধছে ভয়ও। তৈরি হচ্ছে আতঙ্ক।
তবু হার না মানার শপথ নিয়ে লড়ছেন কামদুনির মানুষ।

.