এবার খাদ্যমন্ত্রীর নিশানায় ২৪ ঘণ্টা

ফের নিশানায় চব্বিশঘণ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবারে আক্রমণ শানিয়েছেন তাঁরই মন্ত্রিসভার আরেক সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। ক্যানিংয়ের সভায় চব্বিশ ঘণ্টাকে টার্গেট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আরও একধাপ এগিয়ে সরাসরি চব্বিশঘণ্টা বয়কটের ফতোয়া খবর সংগ্রহ করতে গিয়ে বারবার শাসক দলের নেতা মন্ত্রীদের নিশানায় পড়েছেন চব্বিশঘণ্টার প্রতিনিধিরা।

Updated By: Jan 25, 2013, 10:19 AM IST

ফের নিশানায় চব্বিশঘণ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবারে আক্রমণ শানিয়েছেন তাঁরই মন্ত্রিসভার আরেক সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। ক্যানিংয়ের সভায় চব্বিশ ঘণ্টাকে টার্গেট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আরও একধাপ এগিয়ে সরাসরি চব্বিশঘণ্টা বয়কটের ফতোয়া খবর সংগ্রহ করতে গিয়ে বারবার শাসক দলের নেতা মন্ত্রীদের  নিশানায় পড়েছেন চব্বিশঘণ্টার প্রতিনিধিরা।
সাংবাদিক সম্মেলনই হোক বা মহাকরণের অলিন্দ্য। একাধিকবার চব্বিশঘণ্টার সাংবাদিকদের নিশানা করেছেন খোদ মুখ্যমন্ত্রীই। কিছুদিন আগে কলকাতায় শিশুমৃত্যু বেড়ে যাওয়ার খবর উঠে এসেছিল জাতীয় সংবাদ মাধ্যমগুলির শিরোনামে। কিন্তু এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উল্টে চব্বিশঘণ্টার ওপরেই ক্ষোভ উগরেছেন স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্যানিংয়ের জনসভাতেও চব্বিশঘণ্টার বিরুদ্ধে ফের হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়। তবে এদিন বিরাটির জনসভায় মুখ্যমন্ত্রীকেও ছাপিয়ে গিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 
কার্টুনকাণ্ডে অম্বিকেশ মহাপাত্রর গ্রেফতার বা শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারির ঘটনায় বার বারই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। এবার নানান মহলে প্রশ্ন উঠছে কেন বারবার সংবাদমাধ্যমের একাংশের কণ্ঠরোধ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? শাসকদলের নাপসন্দ খবর করার জেরেই কি নেতা-মন্ত্রীদের রোষের মুখে পড়তে হচ্ছে চব্বিশ ঘণ্টাকেও?

.