জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান পদে বেসরকারি কলেজের অধ্যাপক, প্রশ্ন দায়বদ্ধতায়

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান নিয়োগ ঘিরে নতুন বিতর্ক । সরকারি প্রতিষ্ঠানের শিক্ষককে বাদ দিয়ে, কেন বেসরকারি কলেজের অধ্যাপককে নিয়োগ? তা নিয়েই প্রশ্ন।

Updated By: Dec 6, 2015, 07:52 PM IST
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান পদে বেসরকারি কলেজের অধ্যাপক, প্রশ্ন দায়বদ্ধতায়

ওয়েব ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যান নিয়োগ ঘিরে নতুন বিতর্ক । সরকারি প্রতিষ্ঠানের শিক্ষককে বাদ দিয়ে, কেন বেসরকারি কলেজের অধ্যাপককে নিয়োগ? তা নিয়েই প্রশ্ন।

রাজ্যের ইঞ্জিনিয়ারিং  ও মেডিক্যাল কলেজের প্রবেশিকা পরীক্ষার  দায়িত্ব  জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের।  প্রশ্ন তৈরি, রেজাল্ট, কাউন্সেলিং, সব দায়িত্বই তাদের।  এতদিন বোর্ডের দায়িত্ব  দেওয়া হত সরকারি বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকদের।  এবার ব্যতিক্রম। ভাইস চেয়ারম্যান পদে সাময়িক ভাবে নিয়োগ করা হয়েছে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের এক অধ্যাপককে। তা নিয়েই উঠছে প্রশ্ন।

বোর্ডের চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান পদে এতদিন দায়িত্ব সামলেছেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকরাই। নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায় শিবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। সিদ্ধার্থ দত্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ছিলেন। বর্তমানে যিনি বোর্ড চেয়ারম্যানের দায়িত্বে, তিনিও  একজন সরকারি আধিকারিক। ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব সামলেছেন আইআইটির অধ্যাপক শৌভিক ভট্টাচার্য, অদ্রিজিত গোস্বামী ও শিবপুর IIEST-র অধ্যাপক অভীক মুখার্জি। তাহলে এবার কেন ব্যতিক্রম?

বর্তমান ভাইস চেয়ারম্যান আগের বেসরকারি কলেজে চুক্তির ভিত্তিতে নিযুক্ত ছিলেন।  জয়েন্ট বোর্ডে মেয়াদ শেষ হলে আবার পুরনো জায়গায় ফিরতে পারেন তিনি। সেক্ষেত্রে বোর্ডের কাজে দায়বদ্ধতা কতটা থাকবে, তা নিয়ে সন্দিহান শিক্ষামহলের একাংশ।

.