কোচবিহারে বিজেপির ওপর আক্রমণ, আহত ৬, অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক: এবার বিজেপির নেতাদের উপর হামলা। কোচবিহারের পুন্ডিবাড়িতে বিজেপির রাজ্য প্রতিনিধি দলের উপর আক্রমণ। ওঠে শ্লীলতাহানির অভিযোগ। খবর করতে গিয়ে আক্রান্ত হয় চব্বিশ ঘণ্টা। গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেছে বিজেপি।
কোচবিহারের পুন্ডিবাড়িতে প্রকাশ্যেই খুন হন তৃণমূল নেতা নারায়ণ মহানায়ক। খুনের জন্য বিজেপিকে দায়ী করে তৃণমূল। পাল্টা ভাঙচুর হয় বিজেপি পার্টি অফিস।
৩০ নভেম্বর এলাকায় যান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা খুনের পরেই এলাকায় বারবার আক্রান্ত হয়েছেন তাদের দলের কর্মীরা।
কর্মীদের পাশে দাড়াতে রবিবার পুন্ডিবাড়ি যাওয়ার কর্মসূচি নেয় রাজ্য বিজেপি। পাল্টা বিক্ষোভের কর্মসূচি নেয় তৃণমূল কর্মীদের একাংশ।
জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মীরা এলাকায় পৌছতেই হামলা। চলে গাড়ি ভাঙচুর। আক্রান্ত হন ছয় বিজেপি কর্মী। প্রতিবাদে কোচবিহার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। আঠারোই ডিসেম্বর পুন্ডিবাড়ি যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।