জগদ্ধাত্রীর আরাধনায় অষ্টমীর স্বপ্নপুরী চন্দননগর কার্যত জনসমুদ্র

আজ জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। হুগলির চন্দননগর কার্যত জনসমুদ্র। এরই মাঝে শুক্রবার চন্দনগরে গিয়ে ঠাকুর দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন চন্দননগরকে ঢেলে সাজানোর।  জগদ্ধাত্রী পুজোয় আলোর রোশনাই আর থিমের বাহারে চন্দননগর স্বপ্নপুরী।

Updated By: Oct 31, 2014, 09:14 PM IST
জগদ্ধাত্রীর আরাধনায় অষ্টমীর স্বপ্নপুরী চন্দননগর কার্যত জনসমুদ্র

চন্দননগর: আজ জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। হুগলির চন্দননগর কার্যত জনসমুদ্র। এরই মাঝে শুক্রবার চন্দনগরে গিয়ে ঠাকুর দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করলেন চন্দননগরকে ঢেলে সাজানোর।  জগদ্ধাত্রী পুজোয় আলোর রোশনাই আর থিমের বাহারে চন্দননগর স্বপ্নপুরী।

এখানকার সব জায়গাতেই প্রতিমা সাবেকি। বিশাল আকৃতির মাতৃমূর্তি দর্শকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।

শুধু চন্দননগরের বাসিন্দা নয়। চন্দননগরের জগদ্ধাত্রীর আকর্ষণ এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যের মানুষের কাছেও। অনেকেই আসেন ঠাকুর দেখতে। দুর্গাপুজোর পর জগদ্ধাত্রী পুজোর সময় আরও পাঁচটি দিন উত্সবে মেতে উঠতে।

শুক্রবার নদী পথে চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী ঠাকুর দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সিলভার জেটে চড়ে চন্দননগরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দননগরের রানীঘাট থেকে পায়ে হেঁটে বড়বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো মন্ডপে যান তিনি। ঐতিহাসিক শহর চন্দননগরকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

পঞ্চমীর সন্ধ্যা থেকেই ঢল নেমেছে হুগলির চন্দননগরে। অষ্টমীর সন্ধ্যায় তা কার্যত জনজোয়ারে পরিণত হল।

 

.