আর্থিক নিরাপত্তা বাড়াতে ১০০ দিনের কাজে মহিলাদের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত পঞ্চায়েত দফতরের
মহিলাদের আর্থিক নিরাপত্তা বাড়াতে একশো দিনের কাজকে বেছে নিল রাজ্য সরকার। আর তাই একশো দিনের কাজে মহিলাদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর।
ব্যুরো: মহিলাদের আর্থিক নিরাপত্তা বাড়াতে একশো দিনের কাজকে বেছে নিল রাজ্য সরকার। আর তাই একশো দিনের কাজে মহিলাদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত দফতর।
অর্থনৈতিক স্বাধীনতা এলে রাজ্যে নারী নির্যাতনের হার অনেকটাই কমবে। মনে করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েতে মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল আগেই। এবার একশো দিনের কাজে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোয় জোর দিচ্ছে পঞ্চায়েত দফতর। পাশাপাশি মেয়েদের কাজের চাপ কমানোর দিকেও আলাদা করে জোর দিচ্ছে রাজ্য।
একশো দিনের কাজে প্রকল্পের সংখ্যা বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছেন সুব্রতবাবু। শুধু তাই নয়, প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের নারেগার কাজেও যুক্ত করতে চাইছে রাজ্য সরকার।