উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডে মোদী ঝড়, এবার কি গেরুয়া রং লাগবে এ রাজ্যেও?

উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডের মোদী ঝড়। এর জেরে কি গেরুয়া রং লাগবে এ রাজ্যেও?  রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পর রাজ্যে আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাম-কংগ্রেস। শক্তি বাড়বে পদ্ম শিবিরের। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডেরাল জোট গড়ার উদ্যোগও ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Updated By: Mar 11, 2017, 07:48 PM IST
উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডে মোদী ঝড়, এবার কি গেরুয়া রং লাগবে এ রাজ্যেও?

ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশ-উত্তরাখণ্ডের মোদী ঝড়। এর জেরে কি গেরুয়া রং লাগবে এ রাজ্যেও?  রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পর রাজ্যে আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাম-কংগ্রেস। শক্তি বাড়বে পদ্ম শিবিরের। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডেরাল জোট গড়ার উদ্যোগও ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাঁচ রাজ্যের ভোটের ফলের পর এটাই দেশের ছবি। গোমতি তীর থেকে ইম্ফল , ভরা বসন্তেও বাতাস ম-ম করছে পদ্মের সৌরভে। সেই গেরুয়া উল্লাসের ছোঁয়া কি লাগবে এ রাজ্যে? উত্তর প্রদেশ , উত্তরাখণ্ডের ল্যান্ড স্লাইড ভিকট্রিতে আশার আলো দেখছে রাজ্য বিজেপি। ফের একবার পালে হাওয়ার আশা দেখছেন দিলীপ ঘোষেরা।

শ্যুটিংয়ে গাড়ির ধাক্কায় জখম জিত্‌! দেখুন ভিডিও

রাজ্য বিজেপি সভাপতির এই দাবি একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, বিজেপির এই বড় জয়ের জেরে ফের  ধস নামবে বাম-কংগ্রেস শিবিরে। বিরোধী বাম-কংগ্রেস থেকে অনেকেই যোগ দেবেন পদ্ম শিবিরে। এমনকি BJP রাজ্যে দ্বিতীয় বিরোধী শক্তি  হয়ে উঠলেও অবাক হওয়ার নেই।

বিশেষজ্ঞদের মতে, এতে আরও ভাগ হয়ে যাবে বিরোধী শিবির। শেষ পর্যন্ত  লাভ হবে তৃণমূলেরই। উত্তর প্রদেশের এই বিপুল জয় বদলে দেবে রাজ্যসভার সমীকরণ। সেখানে পদ্ম শিবিরের দাপট বাড়বে। এর প্রভাবে, তৃণমূলের উপর নয়াদিল্লি আরও চাপ বাড়াবে বলেই আশা রাজ্যের বিজেপি নেতৃত্বের। অ বিজেপি দলগুলিকে নিয়ে মোদী বিরোধী আন্দোলনের ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের কমল ঝড় কি ফেডেরাল হাওয়াকে দাবিয়ে দিতে পারবে?  সেদিকেই এখন নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

.