বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় জখম ৫

বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা। এলোপাথাড়ি দা'এর আঘাতে জখম হলেন ৫ জন। উত্তপ্ত ক্যানিং থানার নিকারীঘাটা বাজার এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় বেআইনি মদের ব্যবসা চালান যুগল নস্কর। কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত যুগল। গতরাতে গ্রামের মহিলারা এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন। তাঁদের পাশে দাঁড়ান স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব হালদারও।

Updated By: May 28, 2016, 06:28 PM IST
বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় জখম ৫

ওয়েব ডেস্ক: বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় হামলা। এলোপাথাড়ি দা'এর আঘাতে জখম হলেন ৫ জন। উত্তপ্ত ক্যানিং থানার নিকারীঘাটা বাজার এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় বেআইনি মদের ব্যবসা চালান যুগল নস্কর। কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত যুগল। গতরাতে গ্রামের মহিলারা এর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেন। তাঁদের পাশে দাঁড়ান স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব হালদারও।

অভিযোগ উঠেছে যে, আচমকা দা নিয়ে হামলা করেন যুগল। এলোপাথাড়ি আঘাতে আহত হন অনেকেই। তাদের মধ্যে ৫জনকে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ২ জনের আঘাত গুরুতর হওয়ায়, তাঁদের কলকাতায় রেফার করে দেন ডাক্তাররা। পুলিস তদন্ত শুরু করলেও, এখনও অধরা অভিযুক্ত।

.