দুপুরে এক্কেবারে মাছিমারা পরিবেশ বরাহনগর হাসপাতালে

হাসপাতালে ভাত ঘুম। রবিবার দুপুরে এক্কেবারে মাছিমারা পরিবেশ বরাহনগর সাবার্বান হাসপাতালে। বিনা বাধায় ঢুকে পড়া গেল হাসপাতালে। বাধা দেবে কে? হাসপাতাল কর্মীরা তো রবিবাসরীয় মেজাজে। কোনও রুমে নাক ডাকছে আয়ারা। কোথাও জমিয়ে ঘুম সাফাই কর্মীর। ইনডোরে রোগী নেই। নার্সদের দেখা নেই। ওয়ার্ড মাস্টার খররের কাগজে ডুবে। ডাক্তারবাবু রিল্যাক্স করছেন। ওয়ার্কিং হলিডে মুড।

Updated By: Mar 20, 2017, 07:20 PM IST
 দুপুরে এক্কেবারে মাছিমারা পরিবেশ বরাহনগর হাসপাতালে

ওয়েব ডেস্ক: হাসপাতালে ভাত ঘুম। রবিবার দুপুরে এক্কেবারে মাছিমারা পরিবেশ বরাহনগর সাবার্বান হাসপাতালে। বিনা বাধায় ঢুকে পড়া গেল হাসপাতালে। বাধা দেবে কে? হাসপাতাল কর্মীরা তো রবিবাসরীয় মেজাজে। কোনও রুমে নাক ডাকছে আয়ারা। কোথাও জমিয়ে ঘুম সাফাই কর্মীর। ইনডোরে রোগী নেই। নার্সদের দেখা নেই। ওয়ার্ড মাস্টার খররের কাগজে ডুবে। ডাক্তারবাবু রিল্যাক্স করছেন। ওয়ার্কিং হলিডে মুড।

আরও পড়ুন ইন্দ্রনীল সেনের প্রতিশ্রুতি অট্টহাসকে পর্যটন মানচিত্র তুলে ধরবে সরকার

সাফাইকর্মীর বিরুদ্ধে নালিশ নিয়ে ২৪ ঘণ্টার প্রতিনিধি গেলেন এক ডাক্তারবাবুর কাছে। তাঁর অবস্থাও শোচনীয়। উত্তর দেওয়ারও এনার্জি নেই। মধ্যাহ্নভোজের পর গা এলিয়ে দিয়েছেন চেয়ারে। যতটা রিল্যাক্স করা সম্ভব। ওই অবস্থাতেই শাক দিয়ে মাছ ঢাকার যথাসম্ভব চেষ্টা করলেন।

আরও পড়ুন  বসিরহাটে ধুন্ধুমার, ক্ষিপ্ত জনতা পুলিসের গাড়ি ফেলে দিল নয়ানজুলিতে

.