রাজনীতিকে ছাপিয়ে জিতল মানবিকতা

রাজনীতিকে ছাপিয়ে জিতল মানবিকতা। বিজয় মিছিলের জন্য টাকা তোলা হয়েছিল। সাড়ম্বরে মিছিলের প্রস্তুতিও শেষ। হঠাতই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। চাঁদার টাকায় পাত্রস্থ করা হল এলাকারই এক দুঃস্থ তরুণীকে। বর্ধমানের দেওয়ানদিঘির ঘটনা। কাণ্ডারীর ভূমিকায় তৃণমূলের মহিলা সেল। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের জন্য রাজ্যে সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। উত্‍সবের প্রস্তুতি হিসাবে বর্ধমানের দেওয়ানদিঘিতে বিজয় মিছিলের জন্য চাঁদা তোলাও শুরু হয়েছিল। মিছিলের প্রস্তুতিও শেষ। হঠাতই উদ্যোক্তাদের নজরে পড়ে ভিন্ন ছবি। এলাকারই বাসিন্দা লক্ষ্মী সাউ। মা মারা যাবার পর বাবা বাড়ি ছেড়ে অন্যত্র সংসার পেতেছেন। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনওরকমে দিন গুজরান হয় লক্ষ্মীর । দুঃস্থ তরুণীর ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত বদলাতে দুবার ভাবেননি এলাকার মহিলা তৃণমূল সেলের সদস্যরা। শনিবার  মঙ্গলকোটের বাসিন্দা রাজেন্দ্রপ্রসাদ পালের সঙ্গে স্থানীয় মন্দিরে চার হাত এক হল লক্ষ্মীর।

Updated By: Jun 11, 2016, 08:50 PM IST
রাজনীতিকে ছাপিয়ে জিতল মানবিকতা

ওয়েব ডেস্ক: রাজনীতিকে ছাপিয়ে জিতল মানবিকতা। বিজয় মিছিলের জন্য টাকা তোলা হয়েছিল। সাড়ম্বরে মিছিলের প্রস্তুতিও শেষ। হঠাতই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। চাঁদার টাকায় পাত্রস্থ করা হল এলাকারই এক দুঃস্থ তরুণীকে। বর্ধমানের দেওয়ানদিঘির ঘটনা। কাণ্ডারীর ভূমিকায় তৃণমূলের মহিলা সেল। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের জন্য রাজ্যে সরকার গড়েছে তৃণমূল কংগ্রেস। উত্‍সবের প্রস্তুতি হিসাবে বর্ধমানের দেওয়ানদিঘিতে বিজয় মিছিলের জন্য চাঁদা তোলাও শুরু হয়েছিল। মিছিলের প্রস্তুতিও শেষ। হঠাতই উদ্যোক্তাদের নজরে পড়ে ভিন্ন ছবি। এলাকারই বাসিন্দা লক্ষ্মী সাউ। মা মারা যাবার পর বাবা বাড়ি ছেড়ে অন্যত্র সংসার পেতেছেন। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনওরকমে দিন গুজরান হয় লক্ষ্মীর । দুঃস্থ তরুণীর ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত বদলাতে দুবার ভাবেননি এলাকার মহিলা তৃণমূল সেলের সদস্যরা। শনিবার  মঙ্গলকোটের বাসিন্দা রাজেন্দ্রপ্রসাদ পালের সঙ্গে স্থানীয় মন্দিরে চার হাত এক হল লক্ষ্মীর।

বিয়ে, সঙ্গে ভুরি ভোজের আয়োজন। বর-কনের জন্য সামান্য উপহার। সবমিলিয়ে খরচ পঞ্চাশ হাজার টাকা। এভাবেই খরচ হল বিজয় মিছিলের জন্য তোলা টাকা। আর রাজনীতির এই মানবিক মুখ দেখে অবাক এলাকার মানুষজন।

.