পরীক্ষার্থীর ব্যাগ থেকে উদ্ধার ১৭টি মোবাইল ও গোছা গোছা টুকলির কপি
সন্দেহটা ছিল। আশঙ্কাই সত্যি হল। রামপুরহাটের তিনটি পরীক্ষাকেন্দ্রে তল্লাশিতে ধরা পড়ল অবাক করা সব জিনিস। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের ব্যাগ থেকে উদ্ধার হল ১৭টি মোবাইল ও গোছা গোছা টুকলির কপি। আজ রামপুরহাটের তিনটি পরীক্ষাকেন্দ্রে পুলিস অফিসারদের নিয়ে তল্লাশি চালান রামপুরহাটের মহকুমাশাসক নিজে। তখনই পরীক্ষার্থীদের ব্যাগ থেকে উদ্ধার হয় মোবাইল ও টুকলির কপি।
ওয়েব ডেস্ক: সন্দেহটা ছিল। আশঙ্কাই সত্যি হল। রামপুরহাটের তিনটি পরীক্ষাকেন্দ্রে তল্লাশিতে ধরা পড়ল অবাক করা সব জিনিস। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনে পরীক্ষার্থীদের ব্যাগ থেকে উদ্ধার হল ১৭টি মোবাইল ও গোছা গোছা টুকলির কপি। আজ রামপুরহাটের তিনটি পরীক্ষাকেন্দ্রে পুলিস অফিসারদের নিয়ে তল্লাশি চালান রামপুরহাটের মহকুমাশাসক নিজে। তখনই পরীক্ষার্থীদের ব্যাগ থেকে উদ্ধার হয় মোবাইল ও টুকলির কপি।
এর আগে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল রামপুর হাটের একটি স্কুলে। অভিযোগ উঠেছিল হোয়াটস অ্যাপে প্রশ্নপত্রের ছবি তুলে পাঠানো হয়েছিল পরীক্ষাকেন্দ্রের বাইরে। এর জেরেই আজ পরীক্ষাকেন্দ্রগুলিতে তল্লাসি চালান মহকুমাশাসক।