আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক

প্রথম ভাষার পরীক্ষা দিয়ে আজ শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় ৮ লক্ষ। তবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় ৩৪ হাজার ৫০০জন বেশি। ১৭টি জেলায় ছাত্রী সংখ্যা বেড়েছে।

Updated By: Mar 15, 2017, 08:57 AM IST
আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক

ওয়েব ডেস্ক: প্রথম ভাষার পরীক্ষা দিয়ে আজ শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী সংখ্যা প্রায় ৮ লক্ষ। তবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা প্রায় ৩৪ হাজার ৫০০জন বেশি। ১৭টি জেলায় ছাত্রী সংখ্যা বেড়েছে।

মোট ৬৬১টি সেন্টার এবং ২০৬০টি ভেন্যু রয়েছে। ভেন্যু ইনচার্জ অর্থাত্‍ সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকদের এবার চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরু সকাল ১০টায়। শেষ হবে দুপুর ১টা ১৫মিনিটে। প্রশ্ন ফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন পত্রের প্যাকেটে থাকছে কোড সহ বিশেষ ট্র্যাকার। তার ফরম্যাট দেওয়া থাকছে ভেন্যু সুপারভাইজারের কাছে। (আরও পড়ুন- সরকারি হাসপাতালের ডাক্তারের অমানবিক কাজ, কানের দুলে ফি দিলেন রোগী!)

.