হাওড়ায় তৃণমূলের প্রার্থী কোন্দল

শুক্রবার হাওড়ায় পঞ্চায়েত  নির্বাচন। ভোটের কয়েক ঘণ্টা আগে ক্যামেরা বন্দী হল প্রার্থী বাছাই নিয়ে শাসক দলের অন্দরের চূড়ান্ত গোষ্ঠী কোন্দলের ছবি। পঞ্চায়েত ভোটে হাওড়া জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সরোজ কাঁড়ার। যিনি দলে মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু দল জেলা পরিষদে সরোজ কাঁড়ারকে প্রার্থী বাছায় চটেছেন উদয় নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা।

Updated By: Jul 17, 2013, 06:59 PM IST

শুক্রবার হাওড়ায় পঞ্চায়েত  নির্বাচন। ভোটের কয়েক ঘণ্টা আগে ক্যামেরা বন্দী হল প্রার্থী বাছাই নিয়ে শাসক দলের অন্দরের চূড়ান্ত গোষ্ঠী কোন্দলের ছবি। পঞ্চায়েত ভোটে হাওড়া জেলা পরিষদের তৃণমূল প্রার্থী সরোজ কাঁড়ার। যিনি দলে মুকুল রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু দল জেলা পরিষদে সরোজ কাঁড়ারকে প্রার্থী বাছায় চটেছেন উদয় নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা।
হাত পাখা চিহ্নে বিধায়কের পাল্টা প্রার্থী প্রবীণ মাল। নির্দল প্রার্থী প্রবীণ মালের সমর্থণে গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছেন খোদ তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। দলের টিকিটে ভোটে দাড়ানো প্রার্থীকে হারিয়ে বিধায়ক সমীর পাঁজার নির্দল প্রার্থীকে জেতাতে  চলছে গোপন কর্মী সভাও। এরকমই একটি গোপন কর্মী সভার ছবি চব্বিশ ঘণ্টার হাতে। কর্মী সভাটি করছেন অভিরামপুর এবং দক্ষিণ দিঘিরায়চকপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রশান্ত দে। জেলা পরিষদ ভোটে তৃণমূল প্রার্থী সরোজ কাঁড়ারকে নয়, ভোট দিয়ে জেতাতে হবে নির্দল প্রার্থী প্রবীণ মালকে। মঞ্চ থেকে দলের কর্মীদের এমনটাই নির্দেশ উদয় নারায়ণপুরের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ প্রশান্ত দের-র।

.