উদ্ধার হাওড়ার নিখোঁজ শিশু

হাওড়ার সালকিয়ায় এক শিশুকে স্কুল থেকে অপহরণ করার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিস। শিবম সাউ নামে তিন বছরের ওই শিশুটিকে স্কুল থেকে বৃহস্পতিবার সকালে অপহরণ করা হয়। তদন্তে নেমে পুলিস ওই শিশুটির সহপাঠির বাবা-মা, স্কুলের শিক্ষিকা সহ ৭ জনকে আটক করে। এরপর আটকদের জেরা করেই অপহৃত শিশুর সন্ধান মেলে পিলখানার এক ফ্ল্যাট থেকে। প্রাথমিকভাবে ওই শিশুটির সহপাঠির বাবা-মা ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিস। 

Updated By: Mar 29, 2012, 06:24 PM IST

হাওড়ার সালকিয়ায় এক শিশুকে স্কুল থেকে অপহরণ করার কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিস। শিবম সাউ নামে তিন বছরের ওই শিশুটিকে স্কুল থেকে বৃহস্পতিবার সকালে অপহরণ করা হয়। তদন্তে নেমে পুলিস ওই শিশুটির সহপাঠির বাবা-মা, স্কুলের শিক্ষিকা সহ ৭ জনকে আটক করে। এরপর আটকদের জেরা করেই অপহৃত শিশুর সন্ধান মেলে পিলখানার এক ফ্ল্যাট থেকে। প্রাথমিকভাবে ওই শিশুটির সহপাঠির বাবা-মা ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিস। 
প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তার মা তাকে হাওড়ার সালকিয়ায় বাঁধাঘাটের কাছে একটি স্কুলে পৌঁছে দিয়ে আসে। কিন্তু সকাল ১১টা নাগাদ ছুটির পর দেখা যায়, নার্সারির ওই ছাত্রটির ব্যাগ এবং জলের বোতল যথাস্থানে রয়েছে কিন্তু দেখা নেই শিবমের। এরপরেই তার মা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন। ক্ষুব্ধ হয়ে ওঠেন অন্য অভিভাবকরাও। ঘটনাস্থলে পৌঁছন উচপদস্থ পুলিসকর্তারা। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, এটি অপহরণের ঘটনা।
এই অভিযোগে এখনও পর্যন্ত ৪জন মহিলা এবং ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্কুলের একজন শিক্ষিকাও। অন্যদিকে তদন্তে নেমে পুলিস জানতে পারে, ভিকি রাঠোয়া এবং মানতা রাঠোয়া নামে এক দম্পতির কন্যাও শিবমের স্কুলেরই ছাত্রী। এ দিন সকাল ৮টা নাগাদ মানতা নিজের মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে শিবমকে নিয়ে বেরিয়ে যান। পরে শিবম এবং মানতাকে সালকিয়ারই সুরেশচন্দ্র গাঙ্গুলি লেনে দেখা যায় বলে জানান ওই এলাকার বাসিন্দারা। এরপর শিবমকে দেখা যায় মানতার নন্দীবাগানের ফ্ল্যাটে। তাঁর পাড়া-প্রতিবেশীদের দাবি, শিবমের নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হতে তাঁরা তন্ত্রসাধিকা মানতার বাড়িতে যখন আবার যান, তখন কিন্তু তাঁরা আর শিবমকে সেখানে দেখতে পাননি। মানতার প্রতিবেশীদের এই অভিযোগের ভিত্তিতেই পুলিস মানতা এবং তাঁর স্বামী ভিকিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

.