হুগলি জেলার ফল

Updated By: May 19, 2016, 10:27 PM IST
হুগলি জেলার ফল

জেলা হুগলি  - 

এই জেলায় বামফ্রন্ট যে আসনটি পেয়েছে সেটি হল, পাণ্ডুয়া

এই জেলায় কংগ্রেস যে আসনে জিতেছে, সেটি হল চাঁপদানি

বাকি সব আসনে জয়ী তৃণমূল

 

দল ২০১৬ ২০১১
তৃণমূল ১৬ ১৬
বামফ্রন্ট
কংগ্রেস  
অন্যান্য  

মোট আসন - ১৮ । ২০১১-র প্রাপ্ত আসন দেখার সময় তৃণমূল এবং কংগ্রেসের জোটের কথা ভুলে যাবেন না। এখানে দুই দল মিলিয়েে প্রাপ্ত আসন সংখ্যা তৃণমূলের ঘরে দেখানো হয়েছে।

.