কেএলও-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা কেন্দ্রের

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনকে ( কেএলও) নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করলে কেন্দ্র। স্বাধীন রাষ্ট্র গড়ার দাবিতে পশ্চিমবঙ্গ ও অসমে সক্রিয় এই জঙ্গি সংগঠন।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের  গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৬৭ অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় সন্ত্রাসসবাদী সংগঠনের তালিকায় কেএলও ও তার সবকটি শাখা সংগঠনকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৯৩ সালে প্রথম কার্যকলাপ শুরু করে কেএলও।

Updated By: Nov 11, 2014, 05:59 PM IST

ওয়েব ডেস্ক: কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনকে ( কেএলও) নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করলে কেন্দ্র। স্বাধীন রাষ্ট্র গড়ার দাবিতে পশ্চিমবঙ্গ ও অসমে সক্রিয় এই জঙ্গি সংগঠন।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের  গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৬৭ অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় সন্ত্রাসসবাদী সংগঠনের তালিকায় কেএলও ও তার সবকটি শাখা সংগঠনকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৯৯৩ সালে প্রথম কার্যকলাপ শুরু করে কেএলও।

স্বাধীন কামতাপুর রাষ্ট্র গড়ার লক্ষ্যে অসমের ১৪টি ও পশ্চিমবঙ্গের ৬টি জেলায় সংগঠন গোছানোর কাজ করছে কেএলও।  এই লক্ষ্যে কর্মী সংগ্রহ এবং অস্ত্রশস্ত্র জোগাড়ের কাজও চালিয়ে যাচ্ছে এই জঙ্গি সংগঠন। গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,নিরীহ নাগরিক ও  নিরাপত্তা কর্মীদের হত্যার মত সন্ত্রাসমূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এই সংগঠন। একইসঙ্গে চলছে লুঠপাট,অপহরণ, ল্যান্ডমাইন ও বোমা বিস্ফোরণের মত ঘটনাও। কেএলও সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত বলে মনে করে কেন্দ্রীয় সরকার।

.