বর্ধমানে সোমবার দোল
দোলের দিন এখানে ড্রাই ডে। সারা রাজ্য জুড়ে দোলের রঙে মানুষ মাতোয়ারা হলেও এখানে চলে দোলের প্রস্তুতি। বর্ধমান তাই রাজ্যের অন্যান্য জেলা থেকে একটু আলাদা। এখানে দোল হবে সোমবার।
ওয়েব ডেস্ক: দোলের দিন এখানে ড্রাই ডে। সারা রাজ্য জুড়ে দোলের রঙে মানুষ মাতোয়ারা হলেও এখানে চলে দোলের প্রস্তুতি। বর্ধমান তাই রাজ্যের অন্যান্য জেলা থেকে একটু আলাদা। এখানে দোল হবে সোমবার।
এখানে রঙের দিনে রঙ লাগে না। সবার যেদিন হোলি সেদিন এখানে চলে রঙিন হবার তোড়জোড়। জেলার নাম বর্ধমান। এখানে দোলের দিন দোল হয়না। এ রীতি বহুকালের। বলতে গেলে রাজরাজড়ার আমল থেকেই এই প্রথা চলে আসছে। রঙআবিরের দোকানে বাজার সরগরম। জমে উঠেছে বিকিকিনি।
শ্যুটিংয়ে গাড়ির ধাক্কায় জখম জিত্! দেখুন ভিডিও
ইতিহাসবিদরা বলেন রাজা আফতাবচাঁদের আমল থেকেই চলে আসছে এই প্রথা। তাঁরা মনে করতেন, দেবদেবীদের দোল খেলার দিনটা উত্সর্গ করা হোক শুধু তাঁদের জন্যেই। তবু রঙ নিয়ে এখন থেকে জমে উঠেছে জেলার বাজার। জমে উঠেছে বিকিকিনির ধূম।